Class XI Computer Application Suggestion 2021 | 95% Common

5/5 - (1 vote)

Download Class XI Modern Computer Application Suggestion for 2021 Annual Examination, WBCHSE Class 11 Computer Application Suggestion, একাদশ শ্রেনী কম্পিউটার সাজেশান 2021 বার্ষিকী পরীক্ষার জন্য।

Prepare below suggestive questions because I assure you for 95% common questions Class XI Computer Application Suggestion 2021.

 

Class XI Computer Application Suggestion 2021 (W.B.C.H.S.E.)

Annual Examination – 2021

SuggestionPedia

A Unit ofIdeal Student Academy

Class XI Computer Application Suggestion 2021

 Last Minute Suggestion

Sub: Modern Computer Application

Prepared by Rupam Pan: Hons; M.A; PGDCA. (Admin of suggestionpedia.com)

Long Question:

(95% Question Common Guaranteed)  7×5 = 35

  1.      RAM I ROM এর পার্থক্য লেখ।কম্পিউটারের প্রথম, দ্বিতীয় প্রজন্মের দুটি করে বৈশিষ্ঠ |******* প্রতিটি প্রজন্মের কম্পিউটারের একটি করে উদাহরন দাও ।****** টীকা লেখ – OMR, MICR, IC, CD, DVD, BLUE RAY DISK|****** স্ট্যাটিক এবং ডায়নামিক RAM  এদের পার্থক্য লেখ|**** Primary ও Secondary Memory র মধ্যে তিনটি পার্থক্য লেখ।**** Hard ও Soft Copy Output কাকে বলে।Ceche Memory বর্ননা কর।****একটি Digital Computer এর Block Diagram অঙ্কন করে বিভিন্ন অংশ বর্ননা কর।***** Bus এর শ্রেনীবিভাগ কর।**** Flash Memory কি, সুবিধাগুলি কি কি।******হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার এদের পার্থক্য লেখ|




  1.     ডাটা এবং ইনফরমেশন এদের পার্থক্য লেখ|**** প্রতিটি প্রকার ROM  এর শ্রেণীবিভাগ গুলির সম্পূর্ণ নাম লেখ|**** বারকোড রিডার কি কাজে লাগে? ডাটা ম্যানিপুলেশন পদ্ধতি কাকে বলে?** IC এর শ্রেণীবিভাগ গুলি সম্পূর্ণ নাম লেখ|**** Data Processing প্রক্রিয়া বর্ননা কর।** Computer এর শ্রেনীবিভাগ কর। Analogue, Digital, Main Frame, Super, Hybrid Computer এদের দুটি করে বৈশিষ্ঠ ও উদাহরন লেখ।***** CPU বর্ননা কর।** ALU ও CU এর কাজ লেখ।*** Impact ও Non Impact Printer এর পার্থক্য লেখ।***** Von Neuman এর Concept টি লেখ।*** Analogue, Digital Computer এর পার্থক্য লেখ।Plotter কি।

 

  1.      1’S Complement ব্যাবহার করে বিয়োগ কর: (1100101)2 – (111101)2। *****Hexadecimal To Decimal, Binary To Decimal, Hexadecimal To Octal, Binary To Decimal পদ্ধতির উদাহরন। প্রতিটি নাম্বার সিস্টেম থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে পরিবর্তন করার পদ্ধতি|****** Hexadecimal এর যোগ, বিয়োগ, Octal এর যোগ, বিয়োগ, গুন |*****  Binary এর যোগ,বিয়োগ, গুন পদ্ধতির উদাহরন।****** (-18)10 এর 1’s Complement নির্নয় কর।Signed Magnitude Method কাকে বলে উদাহরন দাও।***** Maxterm, Minterm কি? Binary Coding System কয় প্রকার, কি কি? ISCII, BCD বর্ননা কর।***** Full Name লেখ – BCD, ISCII, EBCDIC Code।12 এর BCD Code কত? *****ঋনাত্বক সংখ্যা প্রকাশের দুটি পদ্ধতি বর্ননা কর।***** স্থির বিন্দু উপস্থাপন কাকে বলে? উদাহরন দাও।

 

  1.  F=∑(0,2,4,6,7) এর Logic Expression নির্নয় কর।***** F=ABC+ BC+AB এর Truth Table নির্নয় কর। F= (1,2,3,6,7) এর Logic Expression নির্নয় কর।***** Canonical Form নির্ণয়।***** F(A,B,C) = A  + B + C Expression টির POS Form লেখ।***** F(A,B,C) = (A+B+C ) ( A + B +C ) Expression টির SOP Form লেখ।***** Simplify কর: A+AB+ABC+ABCD । ডি মরগ্যানের দুটি উপপাদ্য উদাহরন সহ প্রমান কর।***** F=(X,Y,Z) = ∑(1,2,3,4,7) এর Maxterm এর গুন রুপে প্রকাশ কর।****** Truth Table এর মাধ্যমে প্রমান করো (X+Y) (X+Y) = X,

 

  1.  Compiler ও Assembler এর পার্থক্য লেখ। System ও Application Software এর পার্থক্য লেখ।*** Single User ও Multi User OS এর পার্থক্য লেখ।***Time Sharing System বর্ননা কর। Assembly ও Low Level Language এর পার্থক্য লেখ।***CUI, GUI এদের মধ্যে পার্থক্য লেখ|** Spooling ও Buffering কি?** Loader, Linker এদের মধ্যে পার্থক্য লেখ| বুটিং কাকে বলে?*

অথবা
Ms-Dos এর Internal ও External Command গুলির নাম ও কাজ লেখ। RD, REN, COPY, MOVE, TYPE, DELTREE Command গুলির বিবরন দাও। Wild Card Character কাকে বলে? কি কি? Root ও Sub Directory কি? Root এর মধ্যে New Sub Directory তৈরীর ধাপ লেখ। System Time ও Date পাল্টানোর Command গুলি লেখ। .Com ও .Exe File  এর পার্থক্য লেখ।




MCQ & SAQ QUESTIONS                          (95% Question Common Guaranteed)

MS-WORD

************************************************************************
MCQ, SAQ Question এর জন্য Prepare  করো নিন্মলিখিতভাবে::::::
গুহ এবং পাল নামক টেক্সট বই এতে প্রতিটি চ্যাপ্টার শেষে শর্ট কোশ্চেন গুলো এবং ইম্পরট্যান্ট নামক  চ্যাপ্টার শর্ট কোশ্চেন গুলি প্রস্তুত করো, এছাড়া  বোর্ডের  মডেল কোশ্চেন গুলি প্রস্তুত করো,  এছাড়া 2014  থেকে 2017  সালে কোশ্চেন শর্ট কোশ্চেন গুলি তৈরি করো|
************************************************************************
তবুও  নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন দেওয়া হল:::::::::

  1.     শটকাট লেখ : Select All, Cut, Copy, Paste, Print, Save, Undo, Redo, Refresh, Spelling Check, Underline, Italic, Bold, Help, Print Preview, Macro.
  2.     By Default কতগুলি Ribon থাকে?
  3.  এমএস ওয়ার্ডের বিভিন্ন প্রকার Alignment বর্ণনা কর|
  4.  Ms Word কি ধরনের সফটওয়্যার?
  5.  Save Save As এর মধ্যে পার্থক্য লেখ|
  6.  ম্যাক্রো স্টেটমেন্টের কাজ লেখ|
  7.  Ms Word 2007, 2003, 2010 এর এক্সটেনশানগুলি লেখ|
  8.  আমরা কখন Vertical Scrollbar এবং Horizontal Scrollbar ব্যবহার করি?
  9.  টাইটেল বার এর নিচে কি বার থাকে?
  10. Ms Word এর কোনটি Font নয়?
  11. এমএস ওয়ার্ডের বিভিন্ন প্রকার View বর্ণনা কর|
  12. Window সবচেয়ে নিচে কোন বার থাকে?
  13. ক্লিপবোর্ডে সর্বাধিক কতগুলি আইটেম থাকতে পারে >>> 24|
  14. Quick Access Toolbar এর কাজ লিখ|
  15. Subscript এবং Superscript হল একপ্রকার Font Effect|
  16. ড্রপ ক্যাপ এর কাজ লিখ|
  17. পেইজ মার্জিন কয় প্রকার কি কি?
  18. By Default Font কোনটি?
  19. Font-Size এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাইজ কত?
  20. ড্রপ ক্যাপ এর লাইন এর সংখ্যা – 3|
  21. Text Formatting কাকে বলে বর্ণনা কর|

22.কতকগুলি Font Style এর নাম লিখ|

  1. সর্বোচ্চ ফন্ট সাইজ কত? 1638

24.কাট এবং কপি এদের মধ্যে পার্থক্য লেখ|
25.আনডু রিডু এদের ব্যবহার লিখ|
26.কোন পেইজে পেজ নাম্বার কিভাবে রিমুভ করবে?
27.Page Orientation কি কি?
28.Format Painter এর কাজ লিখ|

  1. H2O লেখার ধাপগুলি লেখ |

30.Ms Word এ Case কয় প্রকার কি কি?

  1. কোন Text কে দুটি কলামে ভাগ করার ধাপ গুলি লেখ|

32.কোন পেজে হেডার ফুটার কিভাবে দেবে?
33.Text Wrapping কেন ব্যবহার করা হয়?
34.একটি টেবিলে সর্বাধিক কতগুলি Column, Row থাকতে পারে?

  1. একটি টেবিলের রো এর রং পরিবর্তন কিভাবে করব?
  2. Mail Merge কেন ব্যবহার করা হয় ?
  3. ম্যাক্রো কাকে বলে ?

38.Ms Word এর Spelling Check Option উপকারিতা লেখ|
39.ডিকশনারিতে নতুন শব্দ কিভাবে যোগ করা হয়?
40.( Subscript, Font Color, Clear Formatting, Alignment, Bullets, Numbering, Shading, Border, Find, Replace | Cover Page, Blank Page, Table, Picture, Clip Art, Shapes, Smart Art, Chart, Hyperlink, Header, Footer, Page Number, Text Box, Word Art, Drop Cap, Symbols | Margins, Orientation, Page Size, Columns, Watermarks, Page Color, Page Borders, | Start Mail Merge, | Spelling & Grammar Check, Thesaurus, | Macros, Zoom, Ruler, Gridlines, Draft View, Outline View, Web Layout View, Full Screen Reading View, Print Layout View এগুলি কোন Ribbon এর কোন কমেন্ট গ্রুপ এ অবস্থিত?)

Read Also: The sick Rose Question Answers.




MS-Power Point

  1.   View কয় প্রকার কি কি? কাজ গুলি লেখ|
  2.  Ms Powerpoint এর ফাইল এক্সটেনশন কি?
  3.  স্লাইডশো কিভাবে করবে?
  4.  একটি স্লাইডে Picture, Clipart কিভাবে ইনসার্ট করব?
  5.  প্রেজেন্টেশন শুরু করার শটকাট লেখ|
  6.  Quick Access Toolbar এর কাজ লিখ|
  7.  ম্যাক্রো এর উদ্দেশ্য কি?
  8.  ব্যাকগ্রাউন্ড কিভাবে দেবে?
  9.  Slide ডুব্লিকেট করার শর্টকাট লেখ|
  10. Slide Layout অপশনগুলির নাম লিখ|
  11. জুম Slider কোথায় থাকে?
  12. স্লাইড শো শুরু করার শর্টকাট লেখ|
  13. Place Holder এর কাজ লিখ|
  14. Slide Transition কাকে বলে?
  15. Slide কাকে বলে?
  16. Ms Powerpoint কি ধরনের সফটওয়্যার?
  17. স্লাইড শো বন্ধ করা হয় কোন Key এর মাধ্যমে?
  18. প্রেজেন্টেশন Open করার শটকাট লেখ|
  19. Object গুলি কি কি ?

20.Clip Art এর মধ্যে কি দেখা যায়?

  1. Ms Powerpoint এর যেকোনো দুটি ডকুমেন্ট Theme এর নাম লিখ|

22.নতুন প্রেজেন্টেশান তৈরি করার ধাপ গুলি লেখ|
23.ইমেজ ইনসার্ট করার ধাপ গুলি লেখ|
24.তৃতীয় Slide এরপর নতুন Slide কিভাবে আনবে?
25.Slide Transition স্পিড কি কি?
26.চারটি Slide Transition এর নাম লেখ|
27.একটি পেজে সর্বাধিক কটি স্লাইড প্রিন্ট করা যাবে?
28.স্লাইডশো কাকে বলে?
29.কোন প্রেজেন্টেশনে প্রতিটি Slide 5 সেকেন্ড করে দেখানোর পদ্ধতি লেখ|
30.কাস্টম স্লাইডশো কাকে বলে?

  1. Slide Pane, Notes Pane, Touch Pane এদের কাজ লেখ|

32.কোন স্লাইডে শব্দ সংযোজন এবং Movie Clip সংযোজন করার ধাপ গুলি লেখ|

  1. (New Slide, Text Direction,  Quick Style, Shapes, Table, Picture, Clip Art, Photo Album, Smart Art, Hyperlink, Action, Wordart, Date Time, Slide Number, Object, Movie, Sound, Slide Orientation, Background Styles,  Slide Themes, Preview Slideshow, Custom Animation, Slide Transition, Transition Sound, Speed, Custom Slide Show, Hide Slide, Set Up Slide Show, New Comment, All Presentation View, Slide Master, Notes Master, Macros, Switch Windows, Cascade,New Window এগুলি কোন Ribbon এর কোন কমেন্ট গ্রুপ এ অবস্থিত?)

Microsoft Visual Basic 6.0

    1.      টুলবক্সে default controller সংখ্যা কত গুলি?
    2.      IDE এর পুরো নাম লিখ|
    3.      From layout উইন্ডোর কাজ লিখ |
    4.      প্রোগ্রাম রান করার সটকাট কী লেখ|
    5.      কোড কি ?
    6.      View code কোথায় থাকে ?
    7.      Debugging করার জন্য কোন window ব্যবহার করা হয় ?
    8.      Visual basic একপ্রকার কি language ?
    9.      এক্সটেনশনটি উল্লেখ কর |



  1.  কোনটি event নয় ?
  2.  Immediate উইন্ডোতে কোন ফাংশন জানার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় ?
  3.  API, OLE এর পুরো নাম কি ?
  4.  Object কাকে বলে ?
  5.  Image box এবং picturebox এদের পার্থক্য লেখ |
  6.  Timer control দিয়ে কি মাপা হয় ?
  7.  কোন মেনুতে SAVE অপশন থাকে ?
  8.  বিভিন্ন প্রকার Tool গুলির নাম এবং কাজ লিখ |
  9.  কোন কন্ট্রোল বক্স এর সাহায্যে সত্য-মিথ্যা নির্বাচন করা হয় ?
  10.  জ্যামিতিক আকার আঁকার জন্য কোন control ব্যবহার করা হয় ?
  11.  অর্থ দেওয়ার জন্য কোন control ব্যবহার করা হয় ?
  12.  টুল বক্স এর অপর নাম কি?
  13.  কত রকমের combobox থাকে ?
  14.  Toolbox কোন Ribbon  থাকে ?
  15.  Auto size property কোন কন্ট্রোলে দেখা যায় ?
  16.  চেক বক্স এর একটি সুবিধা লেখ|
  17.  কত রকমের control ব্যবহার করা হয়?
  18.  Listbox এবং combobox এর মধ্যে পার্থক্য লেখ|
  19.  দুটিই container object এর উদাহরণ দাও |
  20.  CommandButton, CheckBox, ComboBox, Form, Frame, Image, ListBox, Label, Test Box, OptionButton etc. এদের Prefix গুলি লেখ|
  21.  Variable নামকরণের জন্য সর্বাধিক কতগুলি character ব্যবহার করা যায় ?
  22.  বুলিয়ান  data type এর সাইজ কত?
  23.  Single data type এর সাইজ কত ?
  24.  ভিজুয়াল বেসিক এর অপারেটর নয় কোনটি ?
  25.  10/3=?
  26.  বিভিন্ন প্রকার ডাটা টাইপ গুলির নাম এবং কাজ লেখ|
  27.  A=Val($12.62), A=?
  28.  বিভিন্ন প্রকার statement গুলির নাম syntax এবং clause লেখ|
  29.  কোন Loopটি কমপক্ষে একবার এক্সিকিউট করবে ?
  30.  Floating Point data type কোনটি ?
  31.  তারিখের default format কোনটি ?
  32.  25/8=?
  33.  Not equal to এর কি চিহ্ন ?
  34.  Boolean data type size=?
  35.  Mod অপারেটর কি কাজ করে ?
  36.  Variable ডিক্লেয়ার করার জন্য কি ব্যবহার করা হয় ?
  37.  লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কোনগুলি ?
  38.  কোন স্টেটমেন্ট এর সাহায্যে একই কাজের পুনরাবৃত্তি ঘটে ?
  39.  Double data type এর মেমোরি কত ?
  40.  কোন variable এর নাম  সঠিক ?
  41.  Date datatype এর সাইজ কত?
  42.  Object data type এর সাইজ কত ?
  43.  Concatination Operator এর চিহ্ন কি ?
  44.  Val(), MsgBox  Functionএর কাজ লিখ |
  45.  Variable কাকে বলে ?
  46.  Single এবং double data type এর পার্থক্য লেখ |
  47.  Variable declaration কয় প্রকার কি কি ?
  48.  Nested Loop, Nested If কাকে বলে ?
  49.  Project explorer window এবং properties window এবং Form layout window এদের কাজ লেখ এবং কোথায় থাকে?
  50.  Data type এর ক্যারেক্টার চিহৃ লেখ |
  51.  বিভিন্ন প্রকার অপারেটর গুলির নাম ও কাজ লিখ |
  52.  Execution File – .exe
  53.  ActiveX control file – .vbx / .ocx / .vbg
  54.  Project file – .vbp

Software & Language

  1.      বিভিন্ন প্রকার সফটওয়্যার এর নাম এবং সংজ্ঞা এবং উদাহরণ দাও |
  2.      সিস্টেম সফটওয়্যার এবং এপ্লিকেশন সফটওয়্যার এর পার্থক্য লেখ |
  3.      Utility program কাকে বলে উদাহরণ দাও |
  4.      Machine language program কে কি বলে ?
  5.      Processor কে কে নিয়ন্ত্রন করে ?
  6.      Assembler কম্পাইলার ও ইন্টারপ্রেটার কাজ লেখ |
  7.      কম্পাইলার এবং assembler এদের পার্থক্য লেখ |
  8.      Debugger loader linker কাকে বলে ?
  9.      বিভিন্ন প্রকার language এর নাম কাজ উদাহরণ দাও |
  10.  হাই লেভেল এবং ও লেভেল ল্যাংগুয়েজ এর পার্থক্য লেখ |
  11.  Assembly language এবং high level language এর পার্থক্য লেখ |
  12.  Warm Booting, Cold Booting, GUI, CUI, OS, Time Sharing System, বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম কাজ এবং উদাহরণ দাও |
  13.  Buffer কি কোথায় থাকে ?
  14.  ভার্চুয়াল মেমোরি কি কেন ব্যবহার করা হয় ?
  15.  MS-Dos এর ইন্টারনাল এবং এক্সটারনাল Comand গুলির নাম লেখ |
  16.  DIR, MD, CD, RD, COPY, DEL, TYPE, REN, DATE, TIME, CLS, VER, EDIT, MOVE, TREE, MORE, FIND, XCOPY, CHKDSK, DELTREE কমেন্টগুলি এর কাজ এবং syntax লেখ|
  17.  ওয়াইল্ড কার্ড character কি কেন ব্যবহার করা হয় ?
  18.  Root directory এবং sub directory কাকে বলে ?
  19.  Recycle bin এর কাজ লেখ |
  20.  ডেক্সটপ এর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে ?
  21.  ফাইল এবং ফোল্ডার কাকে বলে ?
  22.  বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের ভাষা গুলির নাম এবং বৈশিষ্ট্য লেখ |
Please Share This Post:

Leave a Comment