Download Computer Networking Class 12 Notes PDF for HS (WBCHSE). Read MCQ SAQ questions answers on Networking for HS Exam. Prepare Computer Application Study materials for West Bengal Higher Secondary Examination.
“Computer Networking Class 12 Notes PDF for HS (WBCHSE)”
Networking (Except HTML)
Important SAQ/ MCQ Information Made by Rupam Pan
সম্পুর্ন Study Notes দেখবার জন্য Download করুন PDF ফাইলটি | Download PDF
Short Question Answer:
- Email এর সঙ্গে ডেস্কটপ এ রাখা ছবি পাঠাবার স্টেপ গুলি বর্ণনা কর|
সর্বপ্রথম Id এবং Password দিয়ে লগ ইন করলাম| এরপর To এর পাশের ঘরে যে ইমেইল আইডিতে মেল পাঠাবো সেটা টাইপ করলাম| এরপর সাবজেক্টের ঘরে Mail এর একটি সাবজেক্ট দিলাম, Body অংশে প্রয়োজনীয় লেখা লিখলাম, Attachment Option এর উপর Clock করলে একটি ডায়ালগ বক্স আসবে, ওই Box এর মধ্যে কম্পিউটারের ডেক্সটপ লোকেশন সেট করলাম এবং পছন্দমতো ছবিটির উপর ক্লিক করলাম
Email এর CC এবং Bcc Option এরমধ্যে পার্থক্য কি|
Cc Field এ যে Email Id গুলি থাকে, To Field এর প্রাপকরা জানতে পারবে তাদের কেউ চিঠির কপি পাঠানো হয়েছে|
কিন্তু Bcc Field এ যে সকল প্রাপকের ঠিকানা থাকে যাদের চিঠির কপি পাঠানো হলেও To এবং CC ফিল্ডের প্রাপকরা তা জানতে পারবে না|
- Protocol কাকে বলে?
নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে প্রেরণ করা হয় যাকে বলা হয় প্রটোকল|
- ISDN পুরো নাম লিখ |
Integrated Service Digital Network
- Telnet কি?
টেল নেট এর সাহায্যে দূরবর্তী বা রিমোট কম্পিউটারে লগইন করা যায় যার ফলে ঐ কম্পিউটারের তথ্য ও প্রোগ্রাম ব্যবহার করতে পারা যায় |
- Repeater এর কাজ লেখ|
নেটওয়ার্কে ব্যবহৃত তারের মধ্য দিয়ে প্রবাহিত বেটা সংকেত নির্দিষ্ট দূরত্বের পর দুর্বল হয়ে পড়ে Repeater দুর্বল সংকেত কে গ্রহণ করে পুনরায় সতেজ করে তোলে |
- দুটি Guided Media /Unguided Media এর নাম লেখ |
Guided Media – Twisted Pair Cable, Co-axial Cable, Fibre Optic Cable etc.
Unguided Media – Infrared Wave, Radio Wave, Microwave Wave etc.
- Raw Figure কে কি বলে ?
Data.
- কোন ওয়েব সাইটের প্রথম পেজ কে কি বলে ?
Home Page
- IP Address কত বিটের হয়?
32 bits|
- কোন নেটওয়ার্ক Topology তে Server ব্যবহৃত হয়?
Star Topology
- URL এর গঠন বর্ণনা কর|
প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে তাকে বলে URL (Uniform Resource Locator)| একটি ইউ আর এল এর চারটি অংশ থাকে যথা প্রটোকল, সার্ভার নেম, ডোমেইন নেম, টপ লেভেল ডোমেইন |
https://www.suggestionpedia.com
http হল Protocol
www হল server name
suggestionpedia হল domain name
com হল toplevel domain
- FTP ISP NIC এদের পুরো নাম লেখ|
File Transfer Protocol, Internet Service Provider, Network Interface Card
- ইথারনেট এর অসুবিধা কি কি?
অসুবিধা
ইথারনেট এ যুক্ত কোন যন্ত্র খারাপ হলে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা টি বিকল হয়ে পড়ে|
সংঘর্ষ নির্ণয় করতে গিয়ে অনেক সময় নোড গুলি নষ্ট হয়ে যায়|
সুবিধা
অতিরিক্ত যন্ত্রাংশ ব্যবহার হয় না|
গঠন সরল প্রকৃতির|
রক্ষণাবেক্ষণ সহজ|
- Star Topology সুবিধা লেখ|
সুবিধা
এই টপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কোন কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটিকে সহজেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়|
কেবল তার টি নষ্ট হয়ে গেলে সহজেই পরিবর্তন করা যায়|
HUB এর সঙ্গে অধিক কম্পিউটার যোগ করা যায়|
অসুবিধা সমস্ত কম্পিউটার গুলি HUB এর উপর নির্ভরশীল|
এই নেটওয়ার্কের খরচ বেশী|
অধিক কম্পিউটার যুক্ত থাকলে তথ্য আদান প্রদানের ক্ষমতা হ্রাস পায় |
সম্পুর্ন Study Notes দেখবার জন্য Download করুন PDF ফাইলটি | Download PDF
- Half Duplex / Full Duplex এদের পার্থক্য লেখ|
তথ্য প্রেরণের ধরন (Modes of Comunication) তিন প্রকারের যথা Simplex Mode, Half Duplex, Full Duplex
Simplex Mode– এই মোডে কেবলমাত্র একদিকেই তথ্য প্রেরণ করা হয় অর্থাৎ তথ্য প্রবাহ একমুখী হয়,
উদাহরণ রেডিও-টিভিতে পদ্ধতি
Half Duplex– এই মোডে যেকোনো কম্পিউটারে যে কোন দিক থেকে এটা পাঠাতে পারে কিন্তু একসাথে নয় যখন একটি ডিভাইস তথ্য প্রেরণ করে অন্য ডিভাইস টি সেই তথ্যকে গ্রহণ করে|
উদাহরণ Walkie-Talkie এর মাধ্যমে কথাবার্তা বলার পদ্ধতি|
Full Duplex– এই মোডে একই সময়ে উভয় দিকেই এটা প্রবাহিত হতে পারে অর্থাৎ অভিমুখে|
উদাহরণ টেলিফোনে কথা বার্তা বলা এবং শুনতে পাওয়া|
- Twisted, Silded, Co-Axial, Fibre Optic Cable গুলির গঠন, ব্যবহার ক্ষেত্র ও গতি বর্ণনা কর|
Twisted Pair Cable গঠন: এই ধরনের কেবলে দুটি তার পরস্পরের সঙ্গে পেচানো অবস্থায় থাকে| তার গুলি সাধারণত তামার হয় এবং প্রায় 1 মিলিমিটার পুরু হয়| তারের উপরে প্লাস্টিকের আবরণ দ্বারা আবৃত থাকে|
ব্যবহার ক্ষেত্র: টেলিফোন লাইন, LAN Network ইত্যাদিতে
গতি: এর গতি সবচাইতে কম হয়| 5-6 কিলোমিটার এরপর সংকেত দুর্বল হয়ে পড়ে|
সুবিধা: দামে সস্তা| অ্যানালোগ এবং ডিজিটাল উভয় প্রকার এটাকে প্রেরণ করতে পারে|
অসুবিধা: ডেটা প্রেরণ এর হার অনেক কম|
Silded Pair Cable(STP) গঠন: Twisted Pair Cable দুই ধরনের হয় একটি হল Silded Twisted Pair Cable এবং Unsilded Twisted Pair Cable (UTP)| এই ধরনের কে বলে তড়িৎ চুম্বকীয় প্রভাব আটকানোর জন্য একটি বিশেষ আচ্ছাদন দ্বারা মোড়া থাকে যাকে Sild বলে|
Co-Axial Cable গঠন: এর কেন্দ্রস্থলে অনমনীয় তামার তৈরি তার থাকে| যার মধ্য দিয়ে বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয়| এই তামার তার টির উপরে একটি অপরিবাহী আস্তরন থাকে | এর উপরে একটি অ্যালুমিনিয়াম বা আমার পাতলা তারজালির আস্তরণ থাকে| এর উপরে প্লাস্টিকের একটি আস্তরণ থাকে|
ব্যবহার ক্ষেত্র: Cable TV, Ethernet
গতি: প্রায় 10 Mbps এর মত|
Fibre Optic Cableগঠন: এটি সর্বাধিক জনপ্রিয়| এরমধ্যে পরিবাহী হিসাবে সরু সরু কাচের তন্তু ব্যবহার করা হয়| এর উপরে প্লাস্টিকের একটি আস্তরণ থাকে, যাকে বলে Cladding| তার উপরে প্লাস্টিকের একটি পাতলা জ্যাকেট আবৃত থাকে| এই কেবল এর মধ্য দিয়ে তড়িৎ সংকেতের পরিবর্তে আলোক সংকেত পাঠানো হয়|
ব্যবহার ক্ষেত্র: দ্রুত গতির ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করা হয়|
গতি: 100 Mbps থেকে 2 Gbps বা তারও বেশি|
মাইক্রোন কি?
কেবল বা তারের ব্যাস মাপার একক|
- Uplink এবং Downlink কাকে বলে?
যে পদ্ধতিতে পৃথিবীপৃষ্ঠ থেকে ট্রান্সমিটারের মাধ্যমে তথ্য সংকেত উপগ্রহ তে পাঠানো হয় তাকে বলে Uplink|
যে পদ্ধতিতে উপগ্রহ থেকে ট্রান্সমিটারের মাধ্যমে তথ্য সংকেত পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে তাকে বলে Downlink|
- Geostationary উপগ্রহের নাম লেখ|
ভারতের INSAT 1B.
- Network Operating System এর উদাহরণ দাও|
Windows NT, Windows XP, Linux, Windows 7; 8; 8.1; 10 ইত্যাদি|
- বিভিন্ন প্রকার Topology গুলির বৈশিষ্ট্য, ব্যবহার ক্ষেত্র লেখ|
LAN শ্রেণীভুক্ত কম্পিউটার গুলি যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে তারের সাহায্যে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে নেটওয়ার্ক টোপোলজি বলে| এটি তিন প্রকার যথা –
বাস টোপোলজি – বৈশিষ্ট্য: এটি সরল প্রকৃতির হয়, এই টপোলজিতে একটি লম্বা তারের সঙ্গে কম্পিউটার গুলি যুক্ত থাকে| এই তার কে বলা হয় ব্যাকবোন কেবিল| নেটওয়ার্ক গঠন এর খরচ কম হয়| কেবিল টির দৈর্ঘ্য ছোট হয়| অনেক কম্পিউটার যুক্ত করা যায়| এর অসুবিধা হলো ব্যাকবোন কেবিল টি খারাপ হয়ে গেলে, সমস্ত সিস্টেমটি অচল হয়ে পড়ে| ব্যাকবোন কেবিল টির দুই প্রান্তে টার্মিনেটর লাগানো থাকে তথ্য অন্য প্রান্তে পাঠানোর জন্য|
ব্যবহার ক্ষেত্র: LAN Network এ ব্যবহৃত হয়|
রিং টোপোলজি– বৈশিষ্ট্য: এই ক্ষেত্রে একটি মাত্র তারের মাধ্যমে চক্রাকারে রিং এর মত কম্পিউটার গুলি সজ্জিত থাকে|
এই টপোলজিতে তথ্য প্রেরণ টোকেন পাসিং পদ্ধতিতে হয়|
এর প্রধান অসুবিধা হলো কোন একটি কম্পিউটার অচল হয়ে গেলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে| কোন সংকেত যাবার সময় দুর্বল হয়ে পড়লে পরবর্তী কম্পিউটার এটিকে সতেজ করে তোলে |
ব্যবহার ক্ষেত্র: LAN Network এ ব্যবহৃত হয়|
স্টার টোপোলজি– বৈশিষ্ট্য: এই টপোলজিতে কেন্দ্রে একটি কম্পিউটার থাকে যাকে বলে Hub| Hub এর সঙ্গে অন্যান্য কম্পিউটার গুলি সংযুক্ত থেকে তথ্য আদান প্রদান করে, এদের বলে Node| এই কম্পিউটার গুলি কেন্দ্রীয় কম্পিউটার Star এর মত জ্যামিতিক বিন্যাসে যুক্ত থাকে| এর সুবিধা হল কোন একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটিকে সহজেই বিচ্ছিন্ন করা যায়, সমগ্র নেটওয়ার্ক এর উপর কোন প্রভাব পড়ে না| এর প্রধান অসুবিধা হলো Hub খারাপ হয়ে গেলে, সমগ্র নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে|
ব্যবহার ক্ষেত্র: LAN Network এ ব্যবহৃত হয়|
মেশ টপোলজি (Mesh Topology): এই টপোলজিতে সমস্ত কম্পিউটার গুলি একে অপরের সাথে ইন্টার কানেক্টেড অর্থাৎ সংযুক্ত থাকে| কোন একটি কম্পিউটার অচল হয়ে গেলে সমগ্র সিস্টেমের উপর কোন ইফেক্ট পড়ে না| এটি হলো একটি প্রধান সুবিধা| এর অসুবিধা হলো এর গঠন এবং কাজ অত্যন্ত জটিল এর খরচ অনেক বেশি| কেবলের সংখ্যা বৃদ্ধি করতে হয়|
The number of connections in this network can be calculated using the following formula (n is the number of computers in the network): n(n-1)/2
ব্যবহার ক্ষেত্র: Wireless Network এ ব্যবহৃত হয়|
ট্রি টপোলজি (Tree Topology) : এর গঠন অনেকটা স্টার টপোলজির মত| এই টপোলজিতে নোডগুলি অনেকগুলি স্তরে বিন্যস্ত থাকে, সর্বোচ্চ স্তরে থাকে একটি প্রধান কম্পিউটার একে বলে Root Node | দেখতে অনেকটা Tree এর মত|
Best Educational site in India.